রাজনৈতিক উদ্দেশ্যেই আনামের বিরুদ্ধে ধারাবাহিক মামলা

ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ধারাবাহিক মামলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই ধরনের মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, ‘সরকারি দলের ব্যক্তিবর্গের এসব তৎপরতা গণমাধ্যমকে আরো চাপে ফেলে দেবে। গণমাধ্যমের অবশিষ্ট স্বাধীনতা ও স্বকীয়তাকে খর্ব করবে।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘মাহফুজ আনাম গোয়েন্দা সংস্থার তথ্য তদন্ত না করে প্রকাশ করার ঘটনাকে ভুল হিসাবে স্বীকার করার পর এই ঘটনা নিয়ে আর বাড়াবাড়ি করার বিশেষ অবকাশ থাকে না। কারণ তৎকালীন সময়ে সামরিক গোয়েন্দা সংস্থা প্রদত্ত নেতা-কর্মীদের জন্য মানহানিকর তথ্য ইংরেজি দৈনিক নিউ এইজ ব্যতিরেকে গুরুত্বপূর্ণ প্রায় সব সংবাদপত্রই প্রকাশ করেছে বা প্রকাশ করতে বাধ্য হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মানহানির মামলা করলে এখন তাদের সবার নামেই মামলা করতে হয়। তাছাড়া মানহানিকর এবং সর্বোপরী এক-এগারোর কুশীলবদের বিরুদ্ধে জনগণের হাজারো অভিযোগ ও ক্ষোভ থাকলেও সুযোগ থাকার পরও বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার গত ৭ বছরে কেন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি জনগণের কাছে তারও ব্যাখ্যা দেয়া প্রয়োজন।’

বিবৃতিতে তিনি মাহফুজ আনামসহ গণমাধ্যমকে ‘হয়রানি ও চাপে রাখার প্রত্যক্ষ ও পরোক্ষ কৌশল’ থেকে সরে আসার জন্য সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানান।



মন্তব্য চালু নেই