মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ বাংলাদেশি আমিরাতের কারাগারে

সংযুক্ত আরব আমিরাতের কারাগারগুলোতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জনসহ ১ হাজার ১৯ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। এর মধ্যে ২১ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন।

বিভিন্ন অপরাধে সে দেশের আদালত তাদের এই সাজা দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তরে চুক্তি হয়েছে। আমরা দেখছি, তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়।’

সোমবার দুবাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর ও নিরাপত্তা সহযোগিতাসহ তিনটি চুক্তি সই হয় আমিরাত সরকারের সঙ্গে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর চুক্তির আওতায় উভয় দেশ আলোচনার মাধ্যমে আসামি হস্তান্তর করতে পারবে। অন্যান্য দেশের সঙ্গে যে ধরনের চুক্তি আছে, এ ক্ষেত্রেও সেভাবেই হয়েছে। এটি একটি মানবিক চুক্তি, এতে উভয় দেশের স্বার্থই রক্ষিত হবে। মন্ত্রিসভার বৈঠকে অনুসমর্থনের মাধ্যমে ৩০ দিনের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করা যাবে।



মন্তব্য চালু নেই