মিঠাপুকুরের পায়রাবন্দ ডিগ্রী কলেজে মানববন্ধন অনুষ্ঠিত

‘শঙ্কা মুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাশ ও পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী কলেজে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আজ শনিবার সকাল ১১ থেকে পৌনে ১২ টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের ন্যায় পায়রাবন্দ ডিগ্রী কলেজ চত্বরে এ মানব বন্ধন করা হয়। অত্র কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা মানব বন্ধনে অংশগ্রহণ করেন ।

গত ১৯ ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত মোতাবেক কলেজ সমূহের সেশনজট নিরসনে দেশের অদ্ভূত পরিস্থিতিতে ক্লাস ও পরীক্ষাসহ সার্বিক শিক্ষা কার্যক্রম বিপর্যস্তর হাত থেকে রক্ষা ও অচল অবস্থা কাটাতে মানুষের প্রাণহানি বন্ধ করে শঙ্কাহীন ভাবে ক্লাস ও পরীক্ষা দিতে পারে এবং শিক্ষকগণ যাতে নির্বিঘেœ শ্রেণিকক্ষে ও গবেষনাগারে পাঠদান করতে পারে মানব বন্ধনে এ দাবি করা হয়।



মন্তব্য চালু নেই