ভারতের তৈরি বিজ্ঞাপনের জবাবে বাংলাদেশের বিজ্ঞাপন (ভিডিওসহ)

মওকা মওকা নামে সাম্প্রতিক নির্মিত এক বিজ্ঞাপনে বাংলাদেশকে ছোট করে দেখানো হয়েছে। ওই বিজ্ঞাপনে দেখা যায়- একটি ছেলে, যার বুকে লেখা ‘ইন্ডিয়া’, সে ঘরের ভেতর বসে কোমল পানীয় পান করছে। এমন সময় তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে বুকে ‘বাংলাদেশ’ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে পূজার ফুল ও প্রসাদ। তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটি দেয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করে। দেয়ালে একটি বিশ্বমানচিত্র রয়েছে। সেখানে ভারতের পাশে বাংলাদেশকে দেখাচ্ছে। সেখানে লেখা-‘1971, India created Bangladesh.’। অর্থাৎ ‘১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে।’ এমনটি দেখার পর বুকে ‘বাংলাদেশ’ লেখা ছেলেটি বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটির পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে এমন বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

বিজ্ঞাপনটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা উঠেছে। এই বিজ্ঞাপনের প্রতিবাদে কিছু তরুণ পাল্টা একটি ভিডিও ফুটেজ তৈরি করেছে। সেখানে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে ভারতের দলের হারের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের এশিয়া কাপের।

নিচের ভিডিও লিংকে ক্লিক করে দেখে নিন ভারতের তৈরি বিজ্ঞাপনের জবাবে বাংলাদেশের বিজ্ঞাপন :

এবার নিচের ভিডিও লিংকে ক্লিক করে দেখে নিন ভারতের তৈরি সেই বিজ্ঞাপনটি :

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=8osmsfcmjhk



মন্তব্য চালু নেই