বিপিএল ফিক্সিংয়ের রায় রোববার বিকেলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের রায় ঘোষণা আগামীকাল রোববার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল ফিক্সিংয়ের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বিকেল ৪টায় রায় ঘোষণা করবেন।

শনিবার বিকেল ৫টার দিকে ন্ট্রাইব্যুনালের সদস্য শাকিল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল কাশেম বলেন, ‘আমরা রোববার বিকেল ৪টায় বিপিএল ফিক্সিংয়ের রায় ঘোষণা করবো। পূর্ণাঙ্গ রায় (সেকশন জাজমেন্ট) ইমেইলের মাধ্যমে আমরা অভিযুক্তদের পাঠিয়ে দেব। এ রায়ের মধ্য দিয়ে অভিযোগের কারণগুলো (রিজনিং) সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের জানিয়ে দেয়া হবে।’

তিনি জানান, এ রায়ে কার কী শাস্তি হলো তা এখনি জানা যাবে না। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কে কী কারণে দোষী বা নির্দোষ তা রোববারের রায়েই প্রকাশ হবে। রায়ের পর আগামী ১৮ জুন সেকশন শুনানিতে অভিযুক্তরা আপিল করতে পারবেন। এরপর আবারও শুনানি হবে তখনই চূড়ান্ত হবে কার কী শাস্তি হবে। শাস্তি ঘোষণার পর আবারো আপিলের বিধান রয়েছে এ টাইব্যুনালে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল সংক্ষিপ্ত রায়ে অভিযুক্ত নয় জনের মধ্যে ছয়জন নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। তারা হলেন- মোহাম্মদ রফিক, মোশাররফ হোসেন রুবেল, মাহবুবুল আলম রবিন, ড্যারেন স্টিভেন্স, সেলিম চৌধুরী ও গৌরব রাওয়াত। সবার আগেই দোষ স্বীকার করেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এছাড়া দোষী সাব্যস্ত হয়েছেন- ঢাকা গ্ল্যাডিয়েটরস এর মালিক শিহাব চৌধুরী, কৌশল্য লুকুয়ারাচ্চি ও লু ভিনসেন্ট।



মন্তব্য চালু নেই