বাংলাদেশের পোশাকখাত নিয়ে যুক্তরাষ্ট্রে সম্মেলন

বাংলাদেশের পোশাকখাতের বিদ্যমান সমস্যা ও টেকসই উন্নয়ন নিয়ে আগামী ৫ ও ৬ জুন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘ট্রান্সফরমেশন চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর বাংলাদেশ গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি’ শীর্ষক এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে হার্ভার্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স-২০১৫’র সাংগঠনিক কমিটি।

এই সম্মেলন হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়া ইনস্টিটিউট ও হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইএসডিআই) ইনকর্পোরেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে।

দুদিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে বিদ্যমান সমস্যা সমাধান ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি সংস্থা, যুক্তরাষ্ট্র, উন্নয়ন সহযোগী দেশ, আন্তর্জাতিক বিশেষজ্ঞ ছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ, আন্তর্জাতিক রিটেইলার ক্রেতা সংস্থা অ্যালায়েন্স, অ্যাকর্ড, শ্রম অধিকার সংস্থা, ট্রেড ইউনিয়ন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।



মন্তব্য চালু নেই