ফেসবুকে এবার ফ্রি ফোনকলের সুবিধা

সোশ্যাল মিডিয়া ফেসবুকে এবার যোগ হলো ফ্রি ফোনকল করার সুবিধা। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, ফের এক নতুন পালক লাগল ফেসবুকের মুকুটে। ফেসবুকের ম্যাসেঞ্জার অপশনে যোগ হলো ফের এক নতুন প্রযুক্তির।

এই প্রযুক্তির হাত ধরেই বাজারে বিস্ফোরণ ঘটিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। এখন থেকে ফেসবুকের সোশ্যাল ম্যাসেঞ্জার অ্যাপলিকেশন থেকে ফ্রিতে ফোন করা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাজার চলতি সেই সমস্ত সংস্থা যেমন ভি-চ্যাট,ভিবর বা লাইনের মত সংস্থা যারা ফ্রি ফোন কলের সুবিধা দেয়, তাদের সঙ্গে প্রতিযোগিতায় এবার নেমে পড়ল ফেসবুকও।

এতে বলা হয়েছে, ফেসবুক ম্যাসেঞ্জারের সাহায্যে আগে থেকেই চ্যাট, ফোট চ্যাট বা ভিডিও চ্যাট করা যেত। এর জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল ফেসবুক ম্যাসেঞ্জার। এখন থেকে পাওয়া যাবে বিনা মূল্যে ফোনের সুবিধাও।

এবিপি আনন্দ বলছে, তবে ফেসবুক ম্যাসেঞ্জারের নতুন এই সুবিধা শুধুমাত্র অ্যানড্রোয়েড ফোনগুলিতে পাওয়া যাবে। এছাড়া অ্যানড্রোয়েড ফোনে একটি রিসিভার ও কলারের একটা তালিকা দরকার, ফ্রি ফোন করার জন্য।



মন্তব্য চালু নেই