পুলিশের দিকে জঙ্গিদের মরিচের গুঁড়া নিক্ষেপ

আজিমপুরে ‘জঙ্গিরা’ পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। আহত পাঁচ পুলিশ সদস্যের চোখে এ মরিচের গুঁড়া গিয়ে লাগে।

শনিবার রাতে আজিমপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানে সন্দেহজনক এক জঙ্গি নিহত হলেও পুলিশ তিন নারীকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, এই তিন নারীও জঙ্গি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিদের মরিচের গুঁড়ায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা সবাই কনস্টেবল। তারা হলেন লাবলু জামাল, রামচন্দ্র বিশ্বাস, শাহজাহান আলী, মাহতাব উদ্দিন ও জহির উদ্দিন। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। জঙ্গিরা মরিচের গুঁড়া দিয়ে পুলিশের কাছ থেকে পালানোরও চেষ্টা করেছিল।

ওসি আরো জানান, আহত সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেতর থেকে বেশ কিছু মরিচের গুঁড়া উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।



মন্তব্য চালু নেই