‘পাচার হওয়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে’

দেশের বিভিন্ন স্থানে মানবপাচারের বেশ কয়েকটি সিন্ডিকেট আছে।এগুলোর মধ্যে দুই-তিনটি সিন্ডিকেট আমরা শনাক্ত করেছি। তাদেরকে আটক করতে পুলিশ অভিযান চালাবে। এ সব সিন্ডিকেটের মাধ্যমে পাচার হওয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর পুলিশ সদর দপ্তরে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ কাজ করে তথ্য, প্রমাণ ও স্বাক্ষীর জবানবন্দির ভিত্তিতে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পেলে মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, বাঁশখালি, ঝিনাইদহসহ দেশের বেশ কয়েকটি এলাকায় মানবপাচারকারী সিন্ডিকেটের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আর বলেন, মানবপাচারকারী সিন্ডিকেটের মাধ্যমে পাচার হওয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানবপাচার ও পাচারকারীদের কূটকৌশল সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে।



মন্তব্য চালু নেই