পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ সম্পন্ন: সেতুমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণকাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেছেন, ইতিমধ্যে নির্মাণকাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

আগামী মে মাস থেকে কাজের গতি আরো বাড়বে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সেতুর নয়টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর বিষয়ে যাতে অতিকথন না হয় এ জন্য দুই মাস অন্তর কাজের অগ্রগতি সাংবাদিকের জানানো হবে।

মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই