পতন ঠেকাতে সিটি নির্বাচনের ছু-মন্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পতন ঠেকাতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার ছু-মন্তর দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

শেখ হাসিনা মাঝে মাঝে যাদুকরের মতো ছু-মন্তর দেখায় অভিযোগ করে রিজভী বলেন, ‘এখন সময় চূড়ান্ত অবস্থায় এসেছে। এ মুহূর্তে মানুষ একটি নির্বাচন চায়, সরকারের পতন চায়। কিন্তু শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গুলি করাচ্ছেন। বেড়াজাল সৃষ্টি করছেন। নিজেদের পতন ঠেকাতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের ছু-মন্তর ছোড়ার চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘সরকারের পতন ছাড়া এ আন্দোলন থামবে না। প্রধানমন্ত্রীর পায়ের নিচের মাটি থরথর করে কাঁপছে। তার ময়ূর সিংহাসনের পালক একে একে পড়ে যাচ্ছে। যে কোনো সময় সুরসুর করে সব পড়ে যাবে।’

তিনি নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার আদর্শের সূত্র ধরে বলেন, ‘বেগম রোকেয়া নারীদের উন্নয়ন ও অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করেছেন। আজকের নারীরা এখন পিছিয়ে নেই।’ আরও বেশি করে বেগম রোকেয়ার চর্চা করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।



মন্তব্য চালু নেই