নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নের নির্দেশ

নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়ন করতে আইন সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ পাওয়ার দুই মাসের মধ্যে এ আইন বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধিমালাও বাস্তবায়ন করার আদেশ দিয়েছেন আদালত।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ পাশ করা ছিল। কিন্তু গেজেট জারি করা ছিল না বিধায় এ আইনটি এতদিন বাস্তবায়ন হয়নি। আগামী দুই মাসের মধ্যে আইনটি বাস্তবায়নে আর কোনো বাধা রইলো না।

নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের নির্দেশনা চেয়ে গত ২৬ মে লিগ্যাল ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সংগঠন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন। রিটের কয়েক দফা শুনানি শেষে রোববার এ আদেশ দেয়া হলো।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডেভোকেট সৈয়দ মুহিদুল কবির। গত ২৬ মে আইন, খাদ্য ও বাণিজ্য সচিবসহ মোট ১৩ জনকে বিবাদী করে এ রিট দায়ের করা হয়েছিল।



মন্তব্য চালু নেই