দেশের প্রথম সংরক্ষিত সমুদ্র এলাকা

বঙ্গোপসাগরের গভীরে অবস্থিত ‘সোয়াচ অব নো-গ্রাউন্ড’ সুরক্ষিত এলাকা বলে ঘোষণা দিয়েছে সরকার। বিপন্ন প্রজাতির নানা সামুদ্রিক প্রাণীর প্রজনন ক্ষেত্র এই গভীর সমুদ্র এলাকাটিই বাংলাদেশের প্রথম কোনো সুরক্ষিত সমুদ্র এলাকা।
রোববার বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সোয়াচ অব নো-গ্রাউন্ডের আয়তন ১ হাজার ৭৩৮ বর্গকিলোমিটার এবং পানির গভীরতা ৯০০ মিটার। এটি বঙ্গোপসাগরে দুবলার চর দ্বীপের দক্ষিণ পাশে অবস্থিত। এটিই মূলত ডলফিন, তিমি, হাঙ্গর এবং সামুদ্রিক কচ্ছপের একমাত্র প্রজনন ক্ষেত্র।
এই এলাকা বিশ্বের কমপক্ষে পাঁচটি বিপন্ন প্রজাতির ডলফিন এবং আট প্রজাতির তিমির প্রজনন ও বিচরণ ক্ষেত্র।
মন্ত্রণালয় গত ২৭ অক্টোবর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্ত) আইন-২০১২ অনুযায়ী এমন একটি প্রজ্ঞাপন জারি করে। যার ফলে এ এলাকা মাছ ধরা ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের জন্য নিষিদ্ধ হলো। এই উদ্যোগের ফলে বাংলাদেশের জলসীমায় কিছু বিপন্ন প্রজাতির মূল্যবান প্রাণীর অবাধ বিচরণ ও প্রজননও নিশ্চিত হলো।



মন্তব্য চালু নেই