দুর্গাপূজার ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজার ছুটি একদিনের পরিবর্তে ৩ দিন করাসহ ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

দুর্গাপূজায় ৩ দিন ও রথযাত্রায় ১দিনের ছুটি, সরকারি চাকুরিতে ২০ শতাংশ কোটা, জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, হিন্দু সম্প্রদায়ের জান মালের নিরাপত্তায় হিন্দু বিষয়ক কমিশন গঠনসহ হিন্দু বিবাহ আইন বাতিলের দাবি জানায় সংগঠনটি।

শুক্রবার (২৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সাত দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

দাবি না মানলে আগামী সেপ্টেম্বরে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সংগঠনটি।

বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সসমন্বয়কারী শ্যামল কুমার রায়, সংগঠনের নির্বাহী সভাপতি সুকৃতি কুমার মণ্ডল প্রমুখ।



মন্তব্য চালু নেই