দুদকের বরাদ্দ কমছে, বাড়ছে উন্নয়ন ব্যয়

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ আগের চেয়ে কমেছে। তবে মোট বরাদ্দ কমলেও পূর্বের অর্থবছরগুলোর তুলনায় উন্নয়ন ব্যয়ের বরাদ্দ তিনগুণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

দুদকের জন্য ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ৬৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ৫৬ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় সাত কোটি টাকা।

এর আগে ২০১৪-১৫ অর্থবছরে কমিশনের জন্য মোট ৬৫ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে উন্নয়ন ব্যয় ছিল দুই কোটি টাকা। এরও আগে ২০১৩-১৪ অর্থবছরে কমিশনের জন্য বাজেট ছিল ৪৬ কোটি টাকা।

প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল ৩৮ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৬ কোটি টাকা। ২০১১-২০১২ অর্থবছরে বরাদ্দ ছিল ৩২ কোটি টাকা। ২০১০-২০১১ অর্থবছরে বরাদ্দ ছিল ২৫ কোটি ৮৪ লাখ এবং ২০০৯-২০১০ অর্থবছরে বরাদ্দ ছিল ২৪ কোটি টাকা।

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮-২০০৯ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা।



মন্তব্য চালু নেই