তুরস্কের সঙ্গে এফটিএ সই করতে চাই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য বাড়াতে তুরস্কের সঙ্গে বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) চুক্তি করতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিন উজতার্ক সৌজন্য সাক্ষাৎ করতে আসলে বাণিজ্যমন্ত্রী এ ইচ্ছা ব্যক্ত করেন। পরে তুরস্কের পক্ষ থেকেও অনুরূপ ইচ্ছা ব্যক্ত করা হয় বলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান তোফয়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, তুরস্ক আমাদের ভালো বন্ধু। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। যা তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছি।

জবাবে তুরস্কের রাষ্ট্রদূত জানান, অভ্যুথানের পর সেদেশেও মৃত্যুদণ্ডের বিষয়টি ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হচ্ছে।

তুরস্কের সঙ্গে জয়েন্ট ইকোনোমিক কাউন্সিল করা হবে। যেখানে সে দেশের প্রেসিডেন্ট নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশ থেকে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী যাবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।



মন্তব্য চালু নেই