ডিসিসি প্রশাসক একজন ক্রিমিনাল

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এম মোজাম্মেল হক একজন ক্রিমিনাল। তিনি এই ধরণের দায়িত্বপূর্ণ পদে থাকতে পারেন না। তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে।’
বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিওরো সায়েন্স, পঙ্গু ও চক্ষু হাসপাতালের সামনে পশুর হাট বসানোর ফলে রোগীদের দুর্ভোগের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
রোগীদের চিকিৎসা নেয়া ও দুভোর্গের জন্য স্বাস্থ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে কোনো হাসপাতালের সামনে এ ধরনের হাট বসবে না। অবৈধ কোনো দোকানও থাকবে না। হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা থাকতে পারে না। সব হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা শিগগিরই সরিয়ে দেয়া হবে।’
নিওরো সায়েন্স এবং পঙ্গু হাসপাতালের সামনে পশুর হাট বসানোর ইজারাদার যুবলীগ নেতা সালাউদ্দিন জাহিদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজনে ব্যবস্থা নেয়া যেতে পারে।’
এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মামলা করবে কি না- খানিকটা এড়িয়ে গিয়ে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গত ৩ আগস্ট আমি ব্যক্তিগতভাবে স্থানীয় সরকারমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দিয়েছিলাম। এতে শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় নিওরো সায়েন্স ইনস্টিটিউট, জাতীয় অর্থপেডিক হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় কোরবানির পশুর হাট না বসানোর অনুরোধ জানানো হয়েছিল।’
এছাড়াও মন্ত্রণালয়ের হাসপাতাল শাখা, স্বাস্থ্য অধিদপ্তর থেকেও ঢাকা সিটি করপোরেশনের বরাবর অনুরোধপত্র দেয়া হয়। তারপরেও হাসপাতালের সামনে ও প্রবেশ পথ অবরুদ্ধ করে গুরুর হাট বসানো মোটেও কাম্য নয় বলে জানান নাসিম।
এ সময় ভাষা সৈনিক আব্দুল মতিন ও সংসদ সদস্য ইসহাক তালুকদারের মৃতুতে গভীর শোক প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।



মন্তব্য চালু নেই