ডিএমপি’র “এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড” গঠিত

ডিএমপি এলাকায় অপহরণ প্রতিরোধ, অপহরণকারী গ্রেফতার এবং অপহরণ সংঘটিত হলে ভিকটিম দ্রত সময়ের মধ্যে উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম (বার) কে প্রধান করে সিনিয়র এসি এসএম নাজমুল হক, ও এসি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সমন্বয়ে সর্বমোট ৪০ সদস্য বিশিষ্ট “এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড” নামে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে।
ঢাকা মহানগরীর কোন এলাকায় অপহরণের ঘটনা সংঘটিত হলে বা এরকম কোন তথ্য জানা থাকলে নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
০১৭১৩৩৯৮৩২৭ (হট লাইন)
০১৭১৩৩৯৮৬১৯
০১৭১৩৩৭৩২১৪
০১৭১৩৩৭৩২১৬
অপহরণ সম্পর্কিত যে কোন তথ্য হট লাইনে সার্বক্ষণিক প্রদান করা যাবে। সম্মানিত রাজধানীবাসীকে অপহরণ সম্পর্কিত তথ্য তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য প্রদানকারীর নাম ও ঠিকানা গোপন রাখা হবে।



মন্তব্য চালু নেই