ঠাকুরগাঁওয়ে শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন জমা

সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান জেলা প্রশাসক মুহাম্মদ সাদেক কূরাইশীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর এখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে কূরাইশীকে জয়ী ঘোষণা করা হয়।

এদিকে ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন মনোনয়ন জমা দেন।

এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে একজন ও সংরক্ষিত মহিলা আসনে একজনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিঞা জানান, জেলার ৫৩ টি ইউনিয়ন, ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার ইলেকটোরাল ভোটারদের (চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর) নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৪৮ জন ও সংরক্ষিত ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় মুহাম্মদ সাদেক কূরাইশীকে বিজয়ী ঘোষণা করা হয়। এই নির্বাচনের মোট ভোটর সংখ্যা ৭৩৩ জন।



মন্তব্য চালু নেই