ঠাকুরগাঁওয়ে আল্লাহ’র দলের ৪ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহ’র দলের বিভাগীয় প্রধানসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌরসভার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

আটকরা হলেন, পাবনা জেলার আটঘারিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফকরুল ইসলাম বাবু (৩০), কুষ্টিয়া জেলার খন্দকার হালিমের ছেলে মজিবুল ইসলাম মিরন (৩০), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকার সফিউল্লাহর ছেলে রব্বানী হক (২৫)।

ঠাকুরগাঁও পৌরসভার একটি বাসায় ভাড়া থাকতেন নিষিদ্ধ ফকরুল ইসলাম বাবু। সেখান থেকেই সংগঠনটির ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার সকল কার্যক্রম পরিচালনা করতেন।

সোমবার সন্ধ্যায় প্রথমে ফকরুল ইসলাম বাবুকে আটক করে পুলিশ। পরে ফকরুলের দেওয়া তথ্যমতে শহরের বিভিন্ন স্থান থেকে সংগঠনটির আরও তিন সসদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

রাত সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এক সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই