জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ৩০ মে, শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সৈনিকের হাতে নিহত হন তিনি।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এরপর বিএনপির চেয়ারপারসন মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর টাউন হল ও নয়াপল্টনসহ রাজধানীর ২৪টি স্পটে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন।

এ ছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নয়াপল্টনে বিনা মূল্যে চিকিৎসা ও ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচি পালন করবে। সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই