জঙ্গি-সন্ত্রাসীরা জান্নাতে যাবে না : প্রধানমন্ত্রী

‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে তারা ইসলামে বিশ্বাসী না। তাদের জায়গা জান্নাতে হবে না, হবে দোযখে।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার দুপুরে চট্টগ্রাম সিলেট বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

জঙ্গিদের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেন, ‘বাংলাদেশে যখন শান্তিপুর্ণ পরিবেশ বিরাজ করছে, দেশ যখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হেয়প্রতিপন্ন করার জন্য এ জঙ্গি হামলা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘এ সব জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রতিজ্ঞা নিতে হবে বাংলার মাটিতে জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘মুসলমান হয়ে এক মুসলমানকে হত্যা করে পবিত্র ধর্ম ইসলামকে হেয়প্রতিপন্ন করছে। যারা ইসলামকে হেয়প্রতিপন্ন করছে তাদের বরদাস্ত করা হবে না।’

তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনার সন্তান ও শিক্ষার্থীদের খোঁজখবর রাখবেন।’



মন্তব্য চালু নেই