ছাত্রলীগকে সঠিক পথে চলার নির্দেশ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্রলীগ নেতাদের সঠিক পথে চলতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘বহিরাগতরা ছাত্রলীগের কেউ নয়। আর যারা ছাত্রলীগের নামধারী তারাও যেনো আপনাদের সংগঠনের ভেতর ঢুকে কোনো ধরণের অপকর্ম করতে না পারে। কারণ, আপনাদের সম্মানের সঙ্গেই বাংলাদেশের সম্মান জড়িত।’

ছাত্রলীগের দিকেই জাতি তাকিয়ে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘আপনাদের দিকেই জাতি তাকিয়ে থাকে। আপনারাই জাতির ভবিষ্যত। অগণতান্ত্রিক যত অপশক্তি আছে তাদের রুখে দিতে আপনাদের মেধাকে কাজে লাগান।’

জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম অপু, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আহসান হাবিব রানা, জেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন।

বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল। স্বৈরাচার সরকার উৎখাত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সব অন্যায়ের প্রতিবাদে ছাত্রলীগ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও বাংলাদেশ ছাত্রলীগ সুশিক্ষত হয়ে দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।’

সম্মেলনে জেলার ৬টি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকে দফায় দফায় শহরে মিছিল করে পদপ্রার্থী নেতাকর্মীরা। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শেষে রাতে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে সংগঠনটির একাধিক নেতা।



মন্তব্য চালু নেই