কে হচ্ছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব?

কে হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আলোচনা চলছে। এ পদে নিয়োগের জন্য পাঁচ জনের নাম আলোচনায় রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগের তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার ও ড. মাহমুদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) মহিবুল হক, সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদ হোসেন ও রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন।

ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে নিয়োগের ব্যাপারে একটি সার-সংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আজ বা আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ আবদুল মালেককে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এর পর থেকে একান্ত সচিবের পদটি শূন্য হয়।



মন্তব্য চালু নেই