কৃষক বাঁচলে দেশ বাঁচবে- আব্দুল মান্নান এমপি

বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই বর্তমান সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, অতিতে অনেক সরকার ছিল তারা এভাবে কৃষকদের পাশে দাঁড়ায়নি। তিনি বলেন, দেশে বর্তমানে খাদ্যের কোন অভাব নেই। কোন মানুষ না খেয়ে মারা যায় নি। দেশে এখন ৩ কোটি ৩৮লক্ষ মেঃটন খাদ্য শষ্য উৎপাদন হচ্ছে। শেখ হাসিনা যখন দেশের বিভিন্ন সমস্যা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সজাগ থাকার আহ্বান জানান। শুক্রবার সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচী ২০১৪-১৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চন্ডী দাস কুন্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহা পরিচালক ডাঃ রফিকুল ইসলাম, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক উপ পরিচালক বজলুর রশিদ রাজা, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা কৃষি অফিসার সোহেল মোঃ সামসউদ্দিন ফিরোজ, কৃষক আব্দুল হক প্রমুখ। পরে আব্দুল মান্নান এমপি উপজেলা পরিষদ সভা কক্ষে গাজীপুর তেল গবেষণা কেন্দ্র (বারি) চীনা বাদামের জাত উন্নয়ন, বীজ উৎপাদন এবং সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন কর্মসূচীর আয়োজনে চীনা বাদাম ফসলের উৎপাদন, কলা-কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আব্দুল মান্নান এমপি স্থানীয় মহিলা কলেজে উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ দুস্থ জনগনের মধ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, বোহাইল ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা টুকু প্রমুখ।

সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধে মৃত্যু:
বগুড়ার সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ মাহিনুর বেগম(২৬) শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল  কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাজীপুরের চান্দুরায় সকাল ১১টায় মারা গেছে।

আগুন,
সদর ইউপি সদস্য সাহাম্মত করিম জানান, সারিয়াকান্দি সদর ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের ওয়াজেদ খলিফার স্ত্রী এক সন্তনের জননী মাহিনুর বেগম(২৬) বৃহস্পতিবার রাত ৮টায় বাড়ীতে চুলায় ভাত রান্নার সময় শাড়ীর আচলে আগুন লেগে সম্পূর্ণ শরীর অগ্নিদগ্ধ হয়ে যায়। রাতে তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল  কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাজীপুরের চান্দুরায় সকাল ১১টায় তিনি মারা যায়।



মন্তব্য চালু নেই