কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ারের প্রস্তাব

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী দ্বারভাঙা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে চেয়ার স্থাপনের প্রস্তাব করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সুরঞ্জন দাস।

বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বারভাঙা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব করেন।

কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের ডেপুটি-হাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক সন্দীপ রায়, প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু, অধ্যাপক জয়ন্ত কুমার রায়, অধ্যাপক অমিয় চৌধুরী ও প্রাক্তন মন্ত্রী কান্তি বিশ্বাস।

সভায় অধ্যাপক সন্দীপ রায় বলেন, শেখ মুজিবুর রহমান বড় মনের মানুষ ছিলেন। বাংলাদেশের কল্যাণ করাই ছিল তার রাজনৈতিক ব্রত। তিনি ছিলেন শোষিত মানুষের নেতা। প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক সূত্রে গাঁথা। বাংলাদেশকে সোনার বাংলা করাই ছিল তার স্বপ্ন।



মন্তব্য চালু নেই