ইজতেমায় ৮৯ দেশের ৮ হাজার মুসল্লি

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের ইবাদতে অংশ নিয়েছেন ৮৯টি দেশের ৮ হাজার ১৩৭ জন মুসল্লি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ সংখ্যা শনিবার সন্ধ্যা পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও বিদেশি মুসল্লিদের জন্য ইজতেমা মাঠে নির্ধারিত স্থান রাখা হয়েছে। তাদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব-পুলিশসহ কয়েকটি গোয়েন্দা সংস্থা তাদের নাম ও বিস্তারিত পরিচয়ের তালিকা তৈরি করছে।

এর আগে শুক্রবার বাদ জুমা থেকে টঙ্গীর তুরাগ তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হবে।

আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে।



মন্তব্য চালু নেই