আসছে জিওনির আল্ট্রাস্লিম স্মার্টফোন

চীনের মোবাইল কোম্পানি জিওনি ভারতের বাজারে আনছে তাদের প্রথম আল্ট্রাস্লিম স্মার্টফোন। নতুন এ ফোনের নাম ইলাইফ এস৫.১। নয়া মডেলটি আগামী সপ্তাহ থেকে ভারতের বাজারে পাওয়া যাবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।

ডুয়েল সিমের জিওনির নয়া এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ৪.৪ কিটক্যাট ভার্সনের। এছাড়া ফোনটিতে আছে 1.2GHz স্ন্যাপড্রাগন 400 প্রসেসর। ফোনটিতে আছে LED ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ইন্টারনাল মেমরি ১৬ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।

স্মার্টফোনএছাড়াও ফোনটিতে আছে 1GB Ram। এখানেই শেষ নয়, নয়া স্মার্টফোনটির ব্যাটারি 2100mah। ৪.৮ ইঞ্চির এইচডি ডিসপ্লের নতুন এই স্মার্টফোনটিতে এছাড়া আছে ব্লুটুথ, GPS এর মতো ফিচার। নয়া এই ফোনটির ভারতের বাজারে দাম পড়বে ১৮,৯৯৯ টাকা।



মন্তব্য চালু নেই