আরাকান আর্মির নেতা ৫ দিনের রিমান্ডে

আলোচিত আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সাবরিনা আলী রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে হাজির করা হয় ডা. রেনিন সোকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে রাজস্থলীর ইসলামপুর আদর্শ নতুনপাড়া এলাকা থেকে ডা. রেনিন সোকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মেজর সাব্বির। সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, রাজস্থলী থানায় দায়ের করা দুটি মামলায় এজহারভূক্ত পলাতক আসামি ডা. রেনিন সো রাজস্থলীতে সুরম্য অট্টালিকা তৈরি করেন। মার্মা মেয়েকে বিয়ে করে ওই অট্টালিকায় গত এক দশক ধরে সেখানে বসবাস করে আসছিলেন। সেখানে বসেই তিনি আরাকান আর্মির সব কার্যক্রম পরিচালনা করে আসছেন।

গত আগস্ট মাসে বান্দরবনে বিজিবির টহলের ওপর মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির হামলার দুদিন পর রাজস্থলীতে ডা. রেনিনের অট্টালিকার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে তার সহকারী মং ইয়াং রাখাইন নামে এক আরাকান যোদ্ধাকে আটক করা হয়। পরে এ বাড়ির দুই কেয়ারটেকারকেও আটক করে যৌথবাহিনী।

আটক মং ইয়াং রাখাইন ও দুই কেয়ার টেকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পর বর্তমানে কারাগারে রয়েছে। একই মামলায় আটক রেনিন সো এজহারভুক্ত পলাতক আসামি ছিলেন।



মন্তব্য চালু নেই