অসম্ভব সুন্দর রঙিন শামুক

দেখতে অনেকটা চিংড়ি মাছের মত মনে হলেন কিন্তু আসলে তা না। অসম্ভব এক জলজ প্রাণী। এ ধরনের অনেক প্রাণী বিলুপ্ত হওয়ার পথে কিংবা হওয়ার অপেক্ষায় আছে৷

খুশির খবর হলো, নতুন কিছু গাছ ও প্রাণীর সন্ধান পাওয়া যাচ্ছে৷ বিজ্ঞানীদের খুঁজে পাওয়া সেরকম কয়েকটি মধ্যে একটি রঙিন শামুক। রঙিন শামুক খুঁজে পাওয়া গেছে জাপানের সমুদ্রে।

এটি খুবই সুন্দর এক ধরনের শামুক৷ ১৭ থেকে ১৮ মিলিমিটারের মতো বড় হয়ে থাকে এই শামুক। শামুকের গায়ে থাকে লাল, নীল, সাদা এবং সোনালী রংয়ের ছোপ৷

অনেকে বলছেন, এগুলোই নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর শামুক, যা সচরাচর দেখা যায় না।



মন্তব্য চালু নেই