সফটওয়ার ছাড়াই আপনার ল্যাপটপকে ওয়াই-ফাই হটস্পট করুন
চলুন দেখা যাক কিভাবে করা যায়ঃ
step ১:
প্রথমে আপনার পিসির wlan/wireless driver টা install করে নিন। তারপর commad prompt open করি । windows 8 এ search option গিয়ে cmd type করলে command prompt option আসবে , তারপর right button click করে run as administrator রুপে open করি.নিচে চিত্রে দেখানো হল ।
যারা windows 7 use করি তারা স্ট্রাট বাটন এ accessories তে গিয়ে command prompt open করি অথবা shortcut key হিসেবে keyboard এ Windows key(লোগো ) + X button টি চাপি ,এবং command prompt(admin) তে ক্লিক করি ।
step ২:
তারপর command prompt open হলে নিচের command টি টাইপ করি,
netsh wlan show drivers
step ৩:
যদি hosted network supported : yes দেখায় ।তাহলে নিচের command টি টাইপ করি।
(নোট : আর যদি hosted network supported : no দেখায়,তাহলে আপনার পিসির configuration অনুযায়ীwireless/wlan driver টি download বা update করে নিবেন। )
netsh wlan set hostednetwork mode=allow ssid=network name key=passkey
এখানে network name এর যায়গায় আপনার পছন্দ অনুযায়ী network/wifihotspot এর নাম দিন ,আর passkey এর যায়গায় আপনার password,যেমনঃ
netsh wlan set hostednetwork mode=allow ssid=auntar key=987654321
ব্যাচ হয়ে গেল আপনার wifihotspot zone ।
step ৪:
এবার নিচের command টি টাইপ করি।
netsh wlan start hostednetwork
তাহলেই আপনার internet/network/wifi share করা যাবে।
step ৫:
network/wifi share করা বন্ধ করতে চাইলে নিচের command টি টাইপ করি।
netsh wlan stop hostednetwork
এখন যতবার internet/network/wifi share করতে চাইবেন ততবার শুধু step ৪: এবং step ৫: follow করলেই হবে ।
এখন control panel>network and internet>network connection এ যাই।
তারপর এখন আপনার তৈরিকৃত internet/wifihotspot অ্যাডাপ্টার এর properties এ গিয়ে Internet protocol version 4 (tcp/ipv4) ছাড়া বাকি ওফশন গুলোর আনটিক করে ওকে করি ।
তারপর internet connect করা অ্যাডাপ্টার টির properties এ গিয়ে sharing tab click করি ।তারপর allow other user…… এ টিক দিয়ে
আপনার তৈরিকৃত internet/wifihotspot অ্যাডাপ্টার টি সিলেক্ট করি,
কাজ শেষ ,এখন আরামছে internet/wifi share করুন ।
আর হ্যা যদি Username আর Password বদলাতে চান তাহলে এই command টি টাইপ করুন এবং এন্টার চাপুন।
netsh wlan set hostednetwork mode=allow ssid=newusername key=newpassword
এবং
netsh wlan start hostednetwork
এই command টি টাইপ করুন এবং এন্টার চাপুন আর একবার।
মন্তব্য চালু নেই