রাগ কমানোর এক অভিনব নতুন ঔষধ, দাম মাত্র ১৯৯ টাকা (দেখুন ভিডিওতে)

আপনার কি হঠাৎ করে মাথা গরম হয়ে যায়? মাঝে মাঝে অফিসে বসের উপর বা সহকর্মীর উপর রাগ হয়? কখনও খুব হতাশ হয়ে পড়েন জীবন সম্পর্কে? সব তছনছ করে দেওয়ার ইচ্ছে হচ্ছে? তাহলে আপনি যেতে পারেন ‘ব্রেকরুম’-এ। মনের আনন্দে সব ভাঙচুর করে রাগ কমাতে পারেন, মন হালকা করে হতাশা কাটিয়ে উঠতে পারেন। ব্রেকরুমের এই অভিনব উদ্যোগের পিছনে রয়েছেন দিল্লির বাসিন্দা সাঁওয়ারি গুপ্ত ও তাঁর সহযোগী অক্ষত গোয়েল। গুরুগ্রামে তাঁদের এই আউটলেটে যে কেউ গিয়ে নামমাত্র খরচে ভাঙচুর করতে পারেন টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ফোন, থালা-বাসন, কাপ-প্লেট এরকম আরও অনেক কিছু। এই সব সরঞ্জামই ফেলে দেওয়া সামগ্রী থেকে নেওয়া হয়। তবে যিনি ভাঙচুর করবেন, শুরু করার আগে তাঁকে পরে নিতে হবে বিশেষ পোশাক ও চশমা। যাতে তাঁর কোনও আঘাত না লাগে। কোন জিনিস আপনি ভাঙবেন, সেই জিনিসও আপনি পছন্দ করে কিনে নিতে পারেন বা নিজের পছন্দের জিনিসও নিয়ে যেতে পারেন। খরচা পড়বে ১৯৯ টাকা থেকে ১০০০ টাকা। কী দিয়ে ভাঙবেন, বেসবল ব্যাট দিয়ে না ক্রিকেট ব্যাট দিয়ে, তাও আপনার পছন্দে। এর মূল উদ্দেশ্যই হল মনের হতাশা বা রাগ বের করে দেওয়া এই ভাঙচুরের মাধ্যমে। মনোবিদরাও স্বীকার করে নিচ্ছেন এর থেরাপেটিক গুণও রয়েছে। সুতরাং এবার থেকে প্রচন্ড মাথা গরম হয়ে গেলে কাউকে আঘাত না করে মনের ঝাল মিটিয়ে নিতে পারেন ‘ব্রেকরুম’-এ।



মন্তব্য চালু নেই