পোশাক নিয়ে অস্বস্তিতে জ্যাকুলিন (ভিডিও)

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। যে কোনো অনুষ্ঠানে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন এ লংকান সুন্দরী। সম্প্রতি ডিশুম সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জ্যাকুলিন। সেখানে উপস্থিত ছিলেন জন আব্রাহাম, বরুন ধাওয়ানসহ অনেকে। কিন্তু সবার আকর্ষণ ছিল জ্যাকুলিনের দিকে। বরাবরের মতো আকর্ষণীয় পোশাকে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। তার পরনে ছিল জমকালো স্কার্ট এবং কালো রঙের একটি টপ।কিন্তু তার এ পোশাক নিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না জ্যাকুলিন। পুরো অনুষ্ঠান জুড়েই পোশাক ঠিক করতে ব্যস্ত ছিলেন তিনি। যা দেখে বোঝাই যাচ্ছিল পোশাক নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন তিনি। ডিশুম সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত ধাওয়ান। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আাগামী ২৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।



মন্তব্য চালু নেই