টাকা না দেওয়ায় ড্রাইভারকে রাস্তায় ফেলে পেটালো সার্জেন্ট (দেখুন ভিডিওতে)

প্রত্যক্ষদর্শী বাদশা জানান, প্রথমে সার্জেন্ট মেহেদী অবৈধ পার্কিং এর অভিযোগ তুলে তার কাছে টাকা দাবি করে। পরবর্তীতে ড্রাইভার টাকা না দিয়ে মামলা দিতে বলে। এতে ক্ষেপে গিয়ে সার্জেন্ট মেহেদী ওই গাড়ি চালককে প্রথমে চড়-থাপ্পর দেয়। এবং পরে রাস্তায় ফেলে দিয়ে অমানবিকভাবে পায়ের বুট দিয়ে মাথায় লাথি মারতে থাকে।



মন্তব্য চালু নেই