কোমর দুলিয়ে নাচল মুস্তাফিজ, অট্টহাসিতে মাতলো সবাই (ভিডিও)

মুস্তাফিজের অভাবটা ভালোই টের পেলো সানরাইজার্স হায়দারাবাদ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গুজরাটের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে দলে সুযোগ পান ট্রেন্ট বোল্ট। কিন্তু মুস্তাফিজ যেভাবে ‘ডেথ ওভার’-এ রান আটকাতে পারেন ঠিক সেভাবে আটকে পারেননি বোল্ট। মূলত, মুস্তাফিজকে বসিয়ে রাখা হয় ফাইনাল ম্যাচে তাকে নেয়ার জন্য। তারপরও দুঃখ নেই অধিনায়ক ওয়ার্নারের কারণ শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসে হায়দরাবাদ। এই হলো মাঠের খবর। তবে মাঠের বাইরে খবর হচ্ছে কখনো মুস্তাফিজের নাচ দেখেছেন? জানি বলবেন না। তবে এবার ইন্ডিয়াতে গিয়ে বাচ্চাদের সঙ্গে নাচলেন মুস্তাফিজ। এমনকি সেই নাচের ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। ভিডিওটিতে দেখা যায় সতীর্থদের উপস্থিতিতে বাচ্ছাদের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন মুস্তাফিজুর রহমান। আর তখন অট্টহাসিতে মেতে উঠেন উপস্থিত সবাই।



মন্তব্য চালু নেই