কোথায় হারালো মানবতা? একজন মহিলাকে পানিতে ফেলে বাকিরা নির্মম ভাবে মারছে!

ভিডিওটা দেখে নিজেকে প্রশ্ন করলাম আমরা কোন সমাজে বাস করছি আর দিন দিন কতটুকু নিচে নামছি ।একজন মহিলা যদি কোন অপরাধও করে থাকে তখনও তাকে এমন ভাবে মারা কোন ধর্মে বা আইনে লেখা আছে ? যেখানে সবাই দর্শক আর একজনকে পানিতে ফেলে বাকিরা মারছে ।কক্সবাজারের পেকুয়াতে ঘটে যাওয়া এই ঘটনাতে মহিলা বলছে " মারেন কেনো ?" তারপরেও মারা হচ্ছে । কেউ বা বলবে একজন মানসিক অসুস্থ কাউকে মারা হচ্ছে আর কেউ বা বলবে চোরকে কিন্তু এমন ভাবে ? দেশের আইন তাহলে কাদের জন্যে যদি সবাই বিচারক হয়ে উঠে ?নারী অধিকারের কথা শোনা যায় ঢাকা শহরের বিভিন্ন সভা সেমিনারে কিন্তু গ্রামে গঞ্জে প্রতিনিয়ত এমন ঘটনা কতগুলিই বা আমাদের সামনে আসে ?মানবতা শব্দটা কি তবে হারিয়ে যাচ্ছে ?এমন অমানবিক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না!!



মন্তব্য চালু নেই