ভিডিওটা দেখে নিজেকে প্রশ্ন করলাম আমরা কোন সমাজে বাস করছি আর দিন দিন কতটুকু নিচে নামছি ।
একজন মহিলা যদি কোন অপরাধও করে থাকে তখনও তাকে এমন ভাবে মারা কোন ধর্মে বা আইনে লেখা আছে ? যেখানে সবাই দর্শক আর একজনকে পানিতে ফেলে বাকিরা মারছে ।
কক্সবাজারের পেকুয়াতে ঘটে যাওয়া এই ঘটনাতে মহিলা বলছে " মারেন কেনো ?" তারপরেও মারা হচ্ছে । কেউ বা বলবে একজন মানসিক অসুস্থ কাউকে মারা হচ্ছে আর কেউ বা বলবে চোরকে কিন্তু এমন ভাবে ? দেশের আইন তাহলে কাদের জন্যে যদি সবাই বিচারক হয়ে উঠে ?
নারী অধিকারের কথা শোনা যায় ঢাকা শহরের বিভিন্ন সভা সেমিনারে কিন্তু গ্রামে গঞ্জে প্রতিনিয়ত এমন ঘটনা কতগুলিই বা আমাদের সামনে আসে ?
মানবতা শব্দটা কি তবে হারিয়ে যাচ্ছে ?
এমন অমানবিক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না!!
মন্তব্য চালু নেই