টঙ্গী থেকে বিশ্ব ইজতেমা সরাসরি সম্প্রচার
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে আওয়ার নিউজ টঙ্গী থেকে বিশ্ব ইজতেমা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে। বিসমিল্লাহ রেডিও’র সৌজন্যে আপনাদের জন্য সরাসরি স্মপ্রচার করা হচ্ছে। আশা করি আখেরি মোনাজাত আমরা ভিডিও সহ সম্প্রচার করতে পারব। না শুরু হলে নীচের প্লে বাটনে ক্লিক করবেন। শব্দ না আসলে এবং সাউন্ড আইকনে ক্রস চিহ্ন থাকলে সেটাতে ক্লিক করে অন করে নিবেন।
যারা মোবাইল থেকে ব্রাউজ করছেন তাদেরকে অনুরোধ করছি প্লে বাটনে ক্লিক করে কয়েক মিনিট অপেক্ষা করুন। কয়েক মিনিট পর থেকে শুরু হবে সম্প্রচার।
Copyright 2011-14, Islamic Call Center Foundation ~ A Non-profit Organization. |
শেষ দিনের আখেরি মোনাজাতের ভিডিও সরাসরি দেখতে হলে এই লিংকে ক্লিক করে দেখতে পারেন।