শরিয়তপুর

শরীয়তপুরে পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্নহত্যা

শরীয়তপুর প্রতিনিধি: জেলার ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করে সামিম(১৬) নামে এক শিক্ষার্থী বিষপাণে অাত্নহত্যা করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পশ্চিম কুলকুড়ির খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সামিম কুলকুড়ি গ্রামের শহিদ খাঁর ছেলে। স্থানীয়রা জানায়, এ বছর ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সামিম। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার গনিত ও হিসাব বিঞ্জানে পাশ করতে না পেরে অভিমানে করে বড়িতে এসে বিষপাণে অাত্নহত্যা করে। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, অামি শুনেছি এক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে বিষপাণে অাত্নহত্যা করেছে। বিষয়টি দেখা হচ্ছে।