রাশিফল

প্রেম, বিয়ে, পরকীয়া এই তিনটিই থাকে হাতের রেখায়!

প্রথমেই চিনে নিন আপনার হাতের দু’টি গুরুত্বপূর্ণ রেখাকে। একটি হার্ট লাইন ও অন্যটি ম্যারেজ লাইন। হার্ট লাইন বা হৃদয় রেখা কনিষ্ঠার নীচ থেকে কিছুটা উপরের দিকে বেঁকে তর্জনীর দিকে যায়। আর ম্যারেজ লাইন বা বিবাহ রেখা থাকে কনিষ্ঠার ঠিক নীচে। এক বা একাধিক রেখাও থাকতে পারে। ভাল করে চিনে নিন নীচের ছবি থেকে। এবার জেনে নেওয়া যাক, হাতের রেখার কোন কোন লক্ষণ আপনার প্রেম ও দাম্পত্য জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কী বলছে— ১। মনে রাখবেন, হৃদয় রেখার সঙ্গে বিবাহ রেখার একটা সম্পর্ক রয়েছে। বিবাহ রেখা আর হৃদয় রেখার মধ্যে দূরত্ব যত কম, তত অল্প বয়সে বিয়ের সম্ভাবনা। একইভাবে দূরত্ব বেশি হলেবিস্তারিত