‘A’ নিয়ে সবথেকে মজাদার এক অজানা তথ্য!
ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর A অনেকের খুব পছন্দ। অনেক নাম শুরু হয় A অক্ষরটি দিয়েই। A নিয়ে রয়েছে অনেক মজার মজার অজানা তথ্য। তবে সবগুলো তথ্যই অনেক মজার। কিন্তু A দিয়ে সবথেকে মজার জিনিস হল এইটা যে, ইংরেজিতে আফগানিস্তান ও আজরাবাইজান লেখা হলে A দিয়েই শরু করহে হয়। মজার বিষয় হলো যে মাত্র এ দুটি দেশ যার শুরুটা ‘A’ দিয়ে, কিন্তু শেষে ‘A’ অক্ষরটি নেই। ভাল করে ভেবে দেখুন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া,অ্যাঙ্গোলা, আর্মেনিয়া, আলবেনিয়া, আলজেরিয়া,আমেরিকা, সব দেশের ইংরেজি শব্দ ‘A’ দিয়ে শুরু এবং ‘A’ দিয়েই শেষ।
বিষয়টি আসলেই অবাক করার মতো। আপনি অনেকে পণ্ডিত ব্যক্তি অথবা বন্ধুদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন সঠিক ভাবে উত্তর দিতে পারবে না। তবে এই সুন্দর তথ্যটি আপনি ছোটদের সাথে আলোচনা করতে পারেন। দেখবেন এতে তাদেরও শেখা হবে এবং আপনার কাছে আনেক ভালো লাগবে।
মন্তব্য চালু নেই