এইচএসসির ফল প্রকাশ ৯ আগস্ট
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে।
রোববার দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। সারা দেশে ২ হাজার ৪১৯টি কেন্দ্রে ৮ হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে মে মাসের ২, ৪ ও ১৬ তারিখে গ্রহণ করা হয়। ১১ জুন এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা সম্পন্ন হয়। ১৩ থেকে ২২ জুন পর্যন্ত নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।
মন্তব্য চালু নেই