ক্যাটরিনাকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার : সাইফ
ক্যাটরিনা কাইফকে গার্লফেন্ড কিংবা জীবনসঙ্গী হিসেবে পাওয়া, যে কারো জন্য সৌভাগ্যের ব্যাপার বলে জানিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
রেস সিনেমার পর ক্যাটরিনা-সাইফ জুটিকে পর্দায় আবারো দেখা যাবে ২৮ আগস্ট বলিউডে মুক্তি পেতে যাওয়া ফ্যান্টম সিনেমায়। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে সিনেমাটির অভিনেত্রী ক্যাটরিনার প্রশংসার কোনো কমতি রাখেননি সাইফ।
ক্যাটরিনার সঙ্গে অনস্ক্রিন জুটি প্রসঙ্গে সাইফ বলেন, ‘যাদের সঙ্গে এখন পর্যন্ত আমি সিনে পর্দায় অভিনয় করেছি, তাদের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে ক্যাটরিনার সঙ্গে কাজ করে। ক্যাটরিনা খুবই প্রতিভাবান এবং বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী।’
সাইফ আরো বলেন, ক্যাটরিনা এমনই প্রতিভাবান ও ব্যক্তিত্বসম্পন্ন একজন, যাকে গার্লফেন্ড কিংবা জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যে কারো জন্যই সৌভাগ্যের হবে।’
পরিচালিত কবির খান পরিচালিত ফ্যান্টম সিনেমাটি হুসেইন জাইদির উপন্যাস ‘মুম্বাই অ্যাভেঞ্জার্স’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই সিনেমার বিষয় বিশ্ব-সন্ত্রাস।
দেখুন: ফ্যান্টম সিনেমাটির ট্রেইলার
মন্তব্য চালু নেই