অতিথি বিচারক আরিফিন শুভ
গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এ অতিথি বিচারক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। ২ আগস্ট বিএফডিসিতে বিশেষ এ পর্বটির দৃশ্যধারণ হবে। অনুষ্ঠানে বিচারকার্যের পাশাপাশি মঞ্চেও শিল্পীদের সঙ্গে অংশ নিতে পারেন বলে জানালেন শুভ। এতে অনুষ্ঠানের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এসআই টুটুল উপস্থিত থাকবেন।
শুভ বলেন, ‘প্রথমবারের মতো বিচারক হচ্ছি; তাও আবার ছোটদের অনুষ্ঠানে। তাই আলাদা টেনশন আছে। মনে হয়, সবাই এটি উপভোগই করবে।’
‘ক্ষুদে গানরাজ’ শুক্রবার ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। শুভর পর্বটি আগস্টের প্রথম সপ্তাহে দেখানো হবে।
এদিকে রোজার ঈদের আগের দিন শুভ তার নতুন ছবি ‘মুসাফির’ এর কাজ শেষ করেছেন। জানালেন, এখন ছবিটির সম্পাদনার কাজ চলছে।
মন্তব্য চালু নেই