ঢাকা টেস্টের দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। ঢাকা টেস্টের ১৪ সদস্যের দলে তাই কোনো পরিবর্তন নেই।
শনিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। বিরামহীন বৃষ্টিতে শেষ দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ড্র হয়েছে প্রথম টেস্ট।
নিজের টেস্ট অভিষেকে চার বলের মধ্যে হাশিম আমলা, জেপি দুমিনি ও কুইন্টন ডি কককে ফেরানো বাঁহাতি মুস্তাফিজুর রহমান দলে জায়গা ধরে রেখেছেন।
চট্টগ্রাম টেস্টে ভালো খেলা দুই তরুণ জুবায়ের হোসেন ও লিটন দাস আছেন মিরপুর টেস্টের দলেও। চট্টগ্রাম টেস্টে তিন উইকেট নেন লেগ স্পিনার জুবায়ের। ৫০ রানের চমৎকার একটি ইনিংস খেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন।
প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা রুবেল হোসেন, সৌম্য সরকার ও নাসির হোসেনও আছেন দ্বিতীয় টেস্টের দলে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় টেস্টের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
মন্তব্য চালু নেই