ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

জাতীয় সঙ্গীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন।

শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

২০১১ সালের ১০ ও ১১ জুলাই হয়েছিল ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন। ওই সম্মেলনে এইচ এম বদিউজ্জামান সোহাগ সভাপতি এবং সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদক হন। পরে তাদের নেতৃত্বেই চার বছর ধরে চলেছে সংগঠনের কার্যক্রম। আগামীকাল রোববার সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে নতুন নেতাদের হাতে।



মন্তব্য চালু নেই