এই মিলা কি সেই মিলা (ভিডিওসহ)
দীর্ঘদিন পর আবারো আলোচনায় এসেছেন সংগীত শিল্পী মিলা। নাচো শিরোনামে সুন্দরী কমলার নতুন মিউজিক ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে অনলাইনে।
শুক্রবার ইউটিউবে মিউজিক ভিডিওটি আপলোড করেছেন মিলা। এরই মধ্যে ১৮ হাজারের বেশি ইন্টারনেট ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।
পাশ্চাত্য গানের আদলে নির্মিত মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
খুব শিগগিরই মিলার সংগীতজীবন নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশিত হচ্ছে। ৯০ মিনিটের এই মিউজিক্যাল ফিল্মে থাকবে তাঁর জীবনের আদ্যোপান্ত। এই ফিল্মের অংশ হিসেবেই মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন মিলা।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রকাশ হয়েছিল মিলার সর্বশেষ অ্যালবাম রি-ডিফাইন্ড। দীর্ঘ পাঁচ বছর পর শিগগিরই আসছে তার নতুন অ্যালবাম ‘মিলা’।
ভিডিও:
মন্তব্য চালু নেই