মহেড়া জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাবাসীর বিভিন্ন উৎসবে বিনোদনের জন্য নেই তেমন কোন বিনোদন পার্ক বা পিকনিক স্পট। তাই ঈদসহ বিভিন্ন উৎসবে ঘুরতে যেতে হয় রাজধানী ঢাকা-টাঙ্গাইল সহ আশেপাশের জেলাগুলোর পর্যটন কেন্দ্রে।

তবে প্রতি ঈদেই একটু ব্যতিক্রম চিত্র দেখা যায়; উপজেলার ০১ নং মহেড়া ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী মহেড়া জমিদার বাড়িতে। এবারও তার পুনরাবৃত্তি ঘটেছে এইখানে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত এর চারপাশের পরিবেশ। এইবারই প্রথম দেশী পর্যটকদের পাশাপাশি লক্ষ্য করা গেছে বিদেশী পর্যটকদেরও। এক কথায় সকল বয়সী ভ্রমণ পিয়াসুদের পদচারণায় মুখর জমিদার বাড়ি।

rajb

এছাড়াও মির্জাপুর সদর পৌর এলাকার লোকজন ঈদের দিন থেকেই ঘুরে বেড়াচ্ছেন মির্জাপুর রেল স্টেশন এলাকায় এবং কুমুদিনী হাসপাতাল চত্বর ও সাহাপাড়ার দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে। আজ ঈদের চতুর্থ দিনের চিত্র এটি।



মন্তব্য চালু নেই