ছাত্রদল সভাপতির জামিন নামঞ্জুর
ছাত্রদলের কেন্দ্রীয় সভপতি রাজীব আহসানসহ ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পটুয়াখালী মুখ্য বিচারিক হাকিম এস এম তারেক শামসের আদালত মঙ্গলবার দুপুরে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজীব আহসানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।আসামীদের পক্ষে সিনিয়র আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম ও এ্যাডভোকেট মজিবর রহমান টোটন জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অন্য পাঁচ আসামি হলেন- সালাহউদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ জসীম উদ্দিন, সাইফুল ইসলাম ও গাড়িচালক অসীম হালদার। গত রবিবার রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে এক সংবাদ বিফ্রিংয়ে পুলিশ দাবি করে, তাদের প্রাইভেটকারে থাকা লাগেজ থেকে ৪৫টি ইয়াবা ও একটি মদের বোতল উদ্ধার করা হয়।
মন্তব্য চালু নেই