কলকাতা সৌরভের এবং কোচি শচীনের
বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কলকাতা ফ্রাঞ্চাইজির মালিকানা পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আর কোচির মালিকানা যাচ্ছে শচীন টেন্ডুলকারের পকেটে।
শচীন টেন্ডুলকার আরভিপি ভেঞ্চার্সের সঙ্গে যৌথ মালিকানা পাচ্ছেন কোচি ফ্রাঞ্চাইজিটির। আর প্রিন্স অব ক্যালকাটা হর্শবর্ধন নিওশিয়া, লা লিগার জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ, সঞ্জিব গোয়েনকা ও উৎসব পরেশের সঙ্গে কলকাতার যৌথ মালিকানা লাভ করেছেন।
এছাড়াও আইএসএলের বাকি দলগুলোর মালিকানাও এদিন নির্দিষ্ট করা হয়। যখন হায়দারাবাদের মালিকানা গেছে সানটিভির দখলে, সামির মানচান্দা পেয়েছেন দিল্লির মালিকানা। বলিউড তারকা জন আব্রাহামের দখলে গেছে শিলংয়ের মালিকানা, রকস্টার তারকা রনবীর কাপুর পেয়েছেন মুম্বাইয়ের ঝাণ্ডা, আর সালমান খানের হাতে থাকবে পুনের প্রতিনিধিত্ব।
প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও রিলায়েন্স গ্রুপের তত্ত্বাবধায়নে দুই মাসব্যাপী এই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।
মন্তব্য চালু নেই