টাইগারদের জয় দেখে আক্ষেপ করে যা বললো সেই ক্রিকেটার

বাংলাদেশ সম্প্রতি দেশের মাটিতে পরপর চারটি সিরিজ জিতেছে। তার মধ্যে দুটি হোয়াইট ওয়াশ বাকি দুটি ২-১ ব্যবধানে। তবে সবগুলো জয় ছিল বড় ব্যবধানে। টাইগারদের এই সাফল্যের কারণে মাশরাফিরা ইতিমধ্যেই অর্জন করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা। টাইগারদের এমন সাফল্যে প্রশংসা করলেও কিছুটা আক্ষেপও করেছেন আয়ারল্যান্ডের দলের ক্রিকেটার কেবিন ওব্রাইন।

মূলত ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক সময়ে ১০ দলের বিশ্বকাপ নিয়ে কম কথা হচ্ছে না। আর ওয়ানডেতে বাংলাদেশের টানা তিনটি সিরিজ জয়ের পর সেই আগুনে ঘি ঢাললো আয়ারল্যান্ড।

বাংলাদেশের এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন আইরিশ ক্রিকেটার কেভিন ওব্রাইন। তবে একই সাথে নিজেদের জন্য করেছেন ‘সুযোগ না পাওয়ার’ আক্ষেপ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। আসলে সুযোগ পাওয়াটাই আসলে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে সুযোগ পেলে আসলে কি করা সম্ভব!



মন্তব্য চালু নেই